Hindi, asked by mou215, 1 year ago

স্বরধ্বনি কাকে বলে?


Answers

Answered by Typhoone
14

Answer:

স্বরধ্বনি (ইংরেজি: Vowel) হচ্ছে এমন কিছু বর্ণ যারা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে।[১] আন্তর্জা‌তিকভা‌বে এধরনের বর্ণের মৌ‌লিক সংখ্যা ৭টি - ই, এ, এ্যা, আ, অ, ও ও উ ৷ বাংলা বর্ণমালায় স্বরধ্বনির প্রচ‌লিত সংখ্যা ১১টি ।

যেসব ধ্বনি উচ্চারিত হওয়ার সময় মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাদের বলা হয় স্বরধ্বনি। স্বরধ্বনিগুলি উচ্চারিত হতে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না বরং অন্য বর্ণকে উচ্চারিত হতে সাহায্য করে।

বিশ্বের বিভিন্ন ভাষায় বিভিন্ন সংখ্যক স্বরধ্বনি রয়েছে। বাংলা ভাষায় স্বরধ্বনি রয়েছে মোট ১১টি; এগুলো হলোঃ

স্বরধ্বনি উচ্চারণ

অ স্বরে অ

আ স্বরে আ

ই হ্রস্ব ই

ঈ দীর্ঘ ঈ

উ হ্রস্ব উ

ঊ দীর্ঘ উ

ঋ Rhi

এ A æ

ঐ oé

ও wo

ঔ ow,ou

___________________ ☺ Hope it helps you ☺ _____________________

                 ♡☆♡I hope you will be helped by this answer.♡☆♡

          

                     ☆♡☆Follow me and mark as brainliest.♡☆♡

_______________☺♡☆♡☺☆♡☆☺☆♡☆♡☆☺__________________

Answered by anjalishaw8407
7

Answer:

যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া সম্পূর্ণরূপে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। যেমন-অ,আ,ই ইত্যাদি।

Similar questions