কনক-আসন ত্যজি, বীরেন্দ্রকেশর।
ইন্দ্রজিৎ, প্রণমিয়া, ধাত্রীর চরণে,
কহিলা, – “কি হেতু, মাতঃ, গতি তব আজি
এ ভবনে? কহ দাসে লঙ্কার কুশল।”
| শিরঃ চুম্বি, ছদ্মবেশী অম্বুরাশি-সুতা
উত্তরিলা;- “হায়! পুত্র, কি আর কহিব
কনক-লঙ্কার দশা ! ঘােরতর রণে,
হত প্রিয় ভাই তব বীরবাহু বলী!
তার শােকে মহাশােক রাক্ষসাধিপতি,
সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি।”
| জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া;
“কি কহিলা, ভগবতি? কে বধিল কবে
প্রিয়ানুজে? নিশা-রণে সংহারিনু আমি
রঘুবরে ; খণ্ড খণ্ড করিয়া কাটিনু
ব্রষি প্রচণ্ড শর বৈরিদলে ; তবে
এ বারতা, এ অদ্ভুত বারতা, জননি
কোথায় পাইলে তুমি, শীঘ্ৰ কহ দাসে।”
রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী
উত্তরিলা; – “হায়! পুত্র, মায়াবী মানব
সীতাপতি ; তব শরে মরিয়া বাঁচিল।
যাও তুমি ত্বরা করি ; রক্ষ রক্ষঃকুল-
Answers
Answered by
2
Answer:
it's the master piece by Mickel Madhusudan Dutta.
Similar questions