India Languages, asked by ishikamajumder10, 11 months ago

মাইশোর প্যালেস বাংলাতে বর্ণনা করো।​

Answers

Answered by Anonymous
2

Answer:

ওয়েদিয়ার রাজাদের কাহিনি

মাইসোর প্যালেস ওয়েদিয়ার রাজবংশের। কিন্তু এই তাক লাগানো প্যালেসে আজও ফিশ ফিশ করে কথা বলে নানা ইতিহাস। রাজ বংশকে তাড়া করে বেড়ায় এক অভিশাপ। গত ৪০০ বছর ধরে তা তা়ডা করছে।

Explanation:

বর্তমানে তালাকাড়ে কাবেরীর তীরবর্তী অংশ বালিতেই ঢেকে রয়েছে। কাবেরীর মালাঙ্গিতে এখনও রয়েছে প্রবল ঘুর্ণি। এদিকে, গত ৪০০ বছর ধরে অভিশাপের বশবর্তী ওয়েদিয়ারদের রাজপরিবার এক প্রজন্ম পর পর পুত্র সন্তানের জন্ম দিচ্ছে। যা রীতিমত অবাক করে অনেককেই। এই বংশের রাজা কৃষ্ণরাজা ওয়েওদিয়ারের কোনও সন্তান ছিল না। এরপর তিনি নিজের ভাগ্নেকে রাজমসনদে বসিয়ে দেন। সেই ভাগ্নের পুত্র সন্তান জন্মালেও তাঁর ছেলে অর্থাৎ শ্রাকান্ত দত্তের কোনও সন্তান জন্মায়নি।

Hope it helps.. please mark me as a brainliest..I need it

Similar questions