দেখি তো আপনি কতটা সাহিত্যানুরাগী, কতটাই বা পুস্তকপ্রেমী?
নিচে লেখা বিখ্যাত বইগুলির এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে ফেলুন দেখি চটপট !!!
১) লতার কাকা কইছে
২) রীনার সোত
৩) রমেন তো বাপ
৪) মস্থ হাজার কবি ত
৫) গুর ফাপা পৌনে লাষ
৬) পায়ে বা কেলি থেড়ি
৭) কুরচি ভার মাস
৮) শি রবি বাঁষে
৯) তাস বলে কি একে ভ্যই
১০) একজন রোড আ
১১) অত রম্ভে নেকুস মৃন্ধা
১২) এর বাধ কার শীষ
১৩) শির জার চুমা হারা
১৪) সুতির মেমরা
১৫) বিহেম বিবলা গোসা
১৬) বার দিত্রিব্য কারা
১৭) উষ্ণ কালই কৃরন্তে
১৮) না ও পাদে না
Answers
Answer:
1. কলকাতার কাছেই
2. সোনার তরী
3. মেবার পতন
4. মহাস্থবির জাতক
5. পৌষ ফাগুনের পালা
6. বাড়ি থেকে পালিয়ে
7. চিরকুমার সভা
8. বিষের বাঁশি
9. একেই কি বলে সভ্যতা
10. আরো একডজন
11. অমৃত কুম্ভের সন্ধানে
12.
13. হাজার চুরাসির মা
14. রামের সুমতি
15. সাহেব বিবি গোলাম
16. দিবা রাত্রির কাব্য
17. কৃষ্ণকান্তের উইল
18. দেনা পাওনা
Explanation:
১। লতার কাকা কইছে - কলকাতার কাছেই
২। রীনার সোত - সোনার তরী
৩। রমেন তো বাপ - মেবার পতন
৪। মস্থ হাজার কবি - মহাস্থবির জাতক
৫। গুর ফাপা পৌনে লাষ - পৌষ ফাগুনের পালা
৬। পায়ে বা কেলি থেড়ি - বাড়ি থেকে পালিয়ে
৭। কুরচি ভার মাস - চিরকুমার সভা
৮। শি রবি বাঁষে - বিষের বাঁশি
৯। তাস বলে কি একে ভ্যই - একেই কি বলে সভ্যতা
১০। একজন রোড আ - আরো এক ডজন
১১। অত রম্ভে নেকুস মৃন্ধা - অমৃত কুম্ভের সন্ধানে
১২। এর বাধ কার শীস - সধবার একাদশী
১৩। শির জার চুমা হারা - হাজার চুরাশির মা
১৪। সুতির মেমরা - রামের সুমতি
১৫। বিহেম বিবলা গোসা - সাহেব বিবি গোলাম
১৬। বার দিত্রিব্য কারা - দিবা রাত্রির কাব্য
১৭। উষ্ণ কালই কৃরন্তে - কৃষ্ণকান্তের উইল
১৮। না ও পাদে না - দেনা পাওনা
একই রকমের প্রশ্নঃ
নীচে জট পাকানো শব্দগুলি কিছু বিখ্যাত বাংলা সাহিত্যের নাম। নামগুলি কি কি তা বলতে হবে।
১। হের্ণ চকাণেত বরপূরছে
২। উক কে হাঁ পর বাঁসু থালি
৩। থারিগৎ করসসা
৪। বন্দা পায়ে গোন্ড
৫। বমি মা জনন!
৬। পদিণা রুকোয়ে তো রথ কমান!
৭। লেদুল আর লাঘ রলারে
৮। ত্যজ গীদ্ধরুং রনে তব্রাস
৯। দাশা কো দাশু হজারা *
১০। দিড়ি কিম লায়ে কন
১১। বম বিলা হেবি গোসা
১২। সির্মিক্স পবাপি বরদি
ব্রেইনলি সংযোগঃ
- https://brainly.in/question/16215545