এর বাধ কার শীষ সাজিয়া লিখলে কি হবে
Answers
Answered by
0
সাজিয়ে লিখে পাই হলো - "সধবার একাদশী"।
- প্রশ্নে উক্ত লাইনটির শব্দ আগে পরে সাজিয়ে ঘেটে দেওয়া হয়েছে, যা পরপর সাজিয়ে আমরা পাই - "সধবার একাদশী"।
- সধবার একাদশী, হলো একটি প্রহসন মূলক বাংলা নাটক বা গদ্য, যার রচয়িতা হলেন বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র।
- প্রাক স্বাধীনতার আমলে এই নাটকটি রচনা করা হয় এবং তৎকালীন সময়ে এই নাটকটি খুবই জনপ্রিয়তা লাভ করেছিলো। বর্তমান সময়ে এই নাটকটি বাংলা গদ্য সাহিত্যের এক অমূল্য রত্ন হিসেবে গণ্য করা হয়।
Similar questions