নীচের এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে প্রবাদ বাক্য গঠন করতে হবে। ১ । হানা জেতা এলি বাতেক ২ । ঘাটের ছিনু কানে টায়ে। ৩ । মেরু জুন তোরে দাগ। ৪ ।এক পাত মানায় ঘেশী যা। ৫ । তিষ্ট ভেলোতী অ তাঁন। ৬। ভারে চোতুরে মাসতো ইচো। ৭ ।ঘাউ�়ে বুণ্ডি দোপির দোর। ৮ ।অরক্তি চোল তিক্ষ ভরেণ। ৯। বচা পেশু তেলেতে সয়। ১০ । নির জেতে কালও চরদায়।
Answers
Answered by
24
Answer:1. এক হাতে তালি বাজে না
2. কাঁটা ঘায়ে নুনের ছিটে
3. জুতো মেরে গরু দান
4. এক মাঘে শীত যায় না
5. অতি লোভে তাঁতি নষ্ট
6. চোরে চোরে মাসতুতো ভাই
7.
8. অতি ভক্তি চোরের লক্ষণ
9. বসতে পেলে শুতে চায়
10. নিজের চরকায় তেল দাও
Explanation:
Answered by
0
Answer:
1. এক হাতে তালি বাজে না।
2. কাটা ঘায়ে নুনের ছিটে।
3. জুতো মেরে গরু দান।
4. এক মাঘে শীত যায় না।
5. অতি লোভে তাঁতি নষ্ট।
6. চোরে চোরে মাসতুতো ভাই।
7. উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।
8. অতি ভক্তি চোরের লক্ষণ।
9. বসতে পেলে শুতে চায়।
10. নিজের চরকায় তেল দাও।
Explanation:
Similar questions
Math,
5 months ago
Physics,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
Biology,
1 year ago