Biology, asked by dipdek2090, 11 months ago

সংলাপ রচনা দুই বন্ধুর মধ্যে বৃক্ষরোপণ উপযোগিতা

Answers

Answered by Anonymous
7

বৃক্ষরোপণের উপযোগিতা

রাম : কি করছো বন্ধু?

শ্যাম : বিশ্ব উষ্ণায়নের উপর একটি প্রবন্ধ পড়ছিলাম। বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়ন সত্যিই এক গুরুত্বপূর্ণ সমস্যা।

রাম : ঠিকই বলেছো বন্ধু, এবং এই সমস্যার একমাত্র কারণ হলো মনুষ্যসমাজের বিভিন্ন রকমের পরিবেশ বিরোধী কার্যকলাপ।

শ্যাম : বিশেষত বিপুলহারে করে চলা বৃক্ষচ্ছেদন।

রাম : এখন এই বিশ্ব উষ্ণায়ন কে রুখতে একমাত্র প্রতিকারের উপায় হল বৃক্ষরোপণ।

শ্যাম : ঠিকই বলেছো, বৃক্ষরোপণের ফলে যেমন বিশ্ব উষ্ণায়ন কমবে তেমনি আমরা অন্যান্য আরো উপকার পাবো।

রাম : যেমন আমরা বিভিন্ন বৃক্ষজাতীয় সামগ্রী আরো বেশি পরিমাণে পাব এবং বন-জঙ্গল বৃদ্ধির ফলে বন্য পশুদের অসুবিধা হবে।

শ্যাম : এছাড়াও আমাদের পৃথিবীর বায়ুমন্ডলে আমাদের স্মরণযোগ্য অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে ফলে আমাদের পরিবেশ আরো নির্মল হয়ে উঠবে।

রাম : এত উপকার যখন তখন আমাদের সকলেরই উচিত বৃক্ষরোপণে আমাদের অংশগ্রহণ করা।

শ্যাম : তুমি একদম ঠিক বলেছো।

রাম : আসি বন্ধু এবার, পরে কথা হবে।

শ্যাম : আচ্ছা বেশ।

Similar questions