একটি মাপনী চোখের সাহায্যে কীভাবে তুমি এক ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে ?
Answers
একটি মাপনী চোঙের সাহায্যে নিম্নলিখিত উপায়ে এক ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করা যাবে-
- একটি ছোট আয়তনের মাপনী চোঙ নিতে হবে যার সর্বনিম্ন আয়তনের দাগ ৫ মিলিলিটার হবে।
- এখন একটি ড্রপারের মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে,একফোঁটা করে জল আমাদের ওই মাপনী চোঙের মধ্যে ঢেলে আমাদের,৫ মিলিলিটার দাগ অবধি ভরতি করতে হবে এবং মোট কত ফোঁটা জল আমরা ঢাললাম তা গুনে রাখতে হবে।
- এখন,ধরি ১০০ ফোঁটা জল ঢেলে আমরা ৫ মিলিলিটারের দাগ অব্দি পৌছতে পারি।
তাহলে একফোঁটা জলের আয়তন হবে
= মোট আয়তন/মোট ফোঁটার সংখ্যা
= ৫/১০০
= ০.০০৫ মিলিলিটার
এই ভাবে,উপরিউক্ত (বোল্ড করা) গাণিতিক সূত্রের মাধ্যমে আমরা যে কোন পরিমাপের একফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করতে পারবো।
Answer:
opore dilam⬆️ total 3n te chobi ache bujhie lekha
Explanation:
If you really get help ful so please give me a thanks and mark my answer as brainliest