Physics, asked by rilemka5968, 9 months ago

একটি মাপনী চোঙের সাহায্যে কীভাবে আমি এক ফোঁটা জল আয়তন করব?

Answers

Answered by HanitaHImesh
183

• তরল পদার্থের আয়তন পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো একদিক বন্ধ কাঁচের এবং সম প্রস্থচ্ছেদ বিশিষ্ট হয়। এই চোঙের বাইরের গায়ে cm³ বা ml (মিলিলিটার) এককে আয়তন নির্দেশক দাগ কাটা থাকে । প্রতি cm³ কে 5 বা 10 টি সমান ভাগে ভাগ করা থাকে । এখন ওই এক ফোঁটা জলের আয়তন পরিমাপের ক্ষেত্রে মাপনী চোঙটি খাড়াভাবে বসিয়ে এক ফোটা জল মাপনী চোঙ এর মধ্যে দেওয়া হয়।এবং তরলের ওপর তলের অবতল পৃষ্ঠের সর্বনিম্ন বিন্দু স্কেলে কোন দাগের সঙ্গে মেলে তা দেখে নেওয়া হয় । এটি হলো ওই এক ফোঁটা জলের আয়তন। এক্ষেত্রে আয়তন নেওয়ার পূর্বে লম্বন ত্রুটির দিকে নজর রাখা অত্যন্ত আবশ্যক।

Similar questions