দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি ৭ অপরটি কত
Answers
Answered by
80
• দেওয়া রয়েছে:- দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি ৭
• নির্ণয় করতে হবে:- ৭ এর পরবর্তী মৌলিক সংখ্যাটি কত
• সমাধান:- প্রশ্ন অনুসারে আমাদের নির্ণয় করতে হবে ৭ এর পরবর্তী মৌলিক সংখ্যাটি কত, আমরা জানি মৌলিক সংখ্যা হল সেই সমস্ত সংখ্যা যার উৎপাদক হল এক এবং ওই সংখ্যাটি।
উদাহরণস্বরূপ বলা যায় ৩ হলো একটি মৌলিক সংখ্যা এবং ৩ এর উৎপাদক হল ১ এবং ৩ ।
তাই ৭ যেহেতু মৌলিক সংখ্যা তাই ৭ এর পরবর্তী মৌলিক সংখ্যাটি হল ১১ যাক উৎপাদক হল যথাক্রমে ১ এবং ১১।
Answered by
28
Answer:
অপর সংখ্যাটি হলো ৯।
আশা করি তুমি এই উত্তর পেয়ে উপকৃত হয়েছো।
ধন্যবাদ
Similar questions