Social Sciences, asked by rohitlala3000000, 9 months ago

মাইটোকনড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করাে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে :
(ক) অন্তঃপর্দা (খ) বহিঃপদা (গ) ক্রিস্টি (ঘ) অক্সিজোম​

Answers

Answered by 124jnvshivam
4

Answer:

মাইটোকনড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করাে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে :

(ক) অন্তঃপর্দা (খ) বহিঃপদা (গ) ক্রিস্টি (ঘ) অক্সিজোম just chill

Explanation:

sorry I can't understand your language so sorry Soryy sorry sorry sorry sorry sorry

Answered by chamilmajumder
0

Answer:

মাইটোকন্ড্রিয়াঃ

মাইটোকন্ড্রিয়া (ইংরেজি: Mitochondria) এক প্রকার কোষীয় অঙ্গানু, যা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায়। মাই‌টোক‌ন্ড্রিয়াকে কোষের শ‌ক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়।

কনড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য

  • এই শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত।
  • এই শ্রেণীর প্রাণীদের ত্বকে যে আশ থাকে তা অণুবীক্ষণিক নয়। এদের দেহে ডারমাল প্রকৃতির সাইক্লয়েড কিংবা টিনয়েড কিংবা গ্যানয়েড আশ থাকে।
  • এই শ্রেণীর প্রাণীদের মুখছিদ্র থাকে মস্তিষ্কের অঙ্কিয় দেশে অর্থাৎ সামনা সামনি না থেকে নিচের দিকে।
  • এই শ্রেণীর প্রাণীদের দেহে কোন পটকা থাকে না।
  • এই শ্রেণীর প্রাণীদের লেজে অসমান হেটারোসার্কাল প্রকৃতির পাখনা থাকে।

Explanation:

আবিষ্কারঃ

মাইটোকন্ড্রিয়ার আবিস্কার নিয়ে মতভেদ আছে। একটি মতে, বিজ্ঞানী অল্টম্যান ১৮৯৪ সালে ইহা আবিষ্কার করেন। আবার কারও মতে, গ্রিক বিজ্ঞানী সি. বেন্ডা ১৮৯৮ সালে মাইটোকন্ড্রিয়া আবিস্কার করেন। এন্ডোসিম্বায়োটিক থিওরী অনুযায়ী মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড বহু আগে মুক্তজীবি ব্যাক্টেরিয়া ছিল। যারা এন্ডোসিম্বায়োন্ট হিসেবে অন্য কোষের মধ্যে ঢুকে পরে এবং একসময় কোষেরই অংশ হয়ে যায়। বিজ্ঞানীদের ধারনা, মাইটোকন্ড্রিয়া এসেছে প্রোটিওব্যাক্টেরিয়া থেকে এবং প্লাস্টিড এসেছে সায়ানোব্যাক্টেরিয়া থেকে! এর জন্য বিজ্ঞানীরা অনেক প্রমান দাড় করিয়েছেন। এগুলো থেকে বুঝা যায় বুঝা যায় যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড ব্যাক্টেরিয়া থেকে এসেছে। এর মধ্যে কয়েকটা এরকমঃ

  1. ব্যাক্টেরিয়ার মেমব্রেনের সাথে এই অঙ্গানুগুলোর মেমব্রেনের অনেক মিল রয়েছে।
  2. নতুন মাইটোকন্ড্রিয়া অথবা প্লাস্টিড যেই প্রক্রিয়ায়  আসে, ব্যাক্টেরিয়ার ক্ষেত্রেও এমন ঘটে যাকে বলে বাইনারি ফিশন। এটা এক ধরনের অযৌন প্রজনন।
  3. এরা যে ধরনের রাইবোজম(70S) বহন করে, ব্যাক্টেরিয়াতেও তা রয়েছে।
  4. ব্যাক্টেরিয়ার বাহিরের মেমব্রেনে ‘পোরিন’ নামের এক ধরনের ট্রান্সপোর্ট প্রোটিন পাওয়া যায়, যা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের বাহিরের মেমব্রেনেও রয়েছে।
  5. যদি কোষের থেকে মাইটোকন্ড্রিয়া অথবা ক্লোরোপ্লাস্ট সরিয়ে ফেলা হয়, কোষের ভেতর তারা আবার তৈরি হয়না।
  6. তবে সবচেয়ে আকর্ষনীয় যেটা তা হল ডিএনএ। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড উভয়েরই নিজস্ব ডিএনএ রয়েছে যা সংস্লিষ্ট ব্যাক্টেরিয়ার সাথে তুলনা করলে বিশাল মিল পাওয়া যায়।

Similar questions