Geography, asked by gargighosh561, 9 months ago

ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয় কাকে??​

Answers

Answered by barkinkar
0

ভূমধ্যসাগরে অবস্থিত লিপারি দ্বীপের

স্ট্রম্বোলীকে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়।

দক্ষিণ ইটালির লিপারি দ্বীপে অবস্থিত স্ট্রম্বলি আগ্নেয়গিরি কে পৃথিবীর সবচেয়ে সক্রিয় তথা একটি জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়। কারণ গত প্রায় ২০০০ বছর ধরে এটি ধারাবাহিকভাবে ক্রমাগত অগ্ন্যুতপাত ঘটিয়ে চলেছে। এই আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস জ্বলে রাতের আকাশকে আলোকিত করে রাখে, যা অনেক দূর থেকে দেখা যায়। এই কারনে একে ভূমধ্যসাগরের বাতিঘর বা ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বা Lighthouse of Mediterranean বলেও অভিহিত করা হয়।

আগ্নেয়গিরি :

ভূপৃষ্ঠের যত গভীরে যাওয়া যায় তত চাপ ও উষ্ণতা বাড়তে থাকে ফলে ভূপৃষ্ঠের উপরের চাপ ও কেন্দ্রের তাপের পরিমাণ এতটাই বেশি যে সেখানে পাথরের মতো কঠিন পদার্থও তরল অবস্থায় থাকে একে ম্যাগমা বলে। এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোন নরম স্থান অথবা ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে।

এই লাভা যখন বেরিয়ে আসে তখন ভয়ংকর শব্দ ও বিশাল পরিমাণ আলো সৃষ্টি হয় একেই আগ্নেয়গিরি বলে।

Read more :

Why and what for the name of "Lighthouse of Mediterranean" is generally referred?

https://brainly.in/question/9154125

Who is the light pillar of the Mediterranean sea

https://brainly.in/question/6872395

#SPJ3

Similar questions