Geography, asked by shishirm693, 10 months ago

মরূ সম্প্রসারন রোধের তিনটি উপায় উল্লেখ কর​

Answers

Answered by Angira3110
48

Answer:

মরুভূমি বলতে বোঝায় অত্যন্ত শুস্ক, বৃষ্টিবিরল ও অধিকাংশ ক্ষেত্রে বালি দিয়ে আবৃত অঞ্চল। মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপয়োগী। মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি হয়। দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় রাতে সেই তাপমাত্রা অনেক কমে যায়। একসময় মরুভূমিগুলো বড় বড় পাথরে অস্তিত্ব ছিল। দিন ও রাতের মধ্যে তাপমাত্রার এই ব্যাপক তারতম্যের ফলে এসব পাথর প্রতিদিনই সংকোচন ও প্রসারিত হতে থাকে এবং গায়ে ফাটল দেখা দেয়। লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকলে বৃহৎ পাথরখন্ডগুলো ক্রেমেই ভেঙে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে বালুকণার আকার ধারণ করে। সাহারা মরুভূমি হল পৃথিবীর বৃহত্তম মরু এলাকা। মরুভূমিতে মরীচিকা দেখা যায় যা পর্যটকদের প্রায়শই বিভ্রান্তের মধ্যে ফে‌লে। মরুভূমির আবহাওয়া অত্যন্ত রূক্ষ হওয়ায় এখানে স্বাভাবিক গাছপালার অস্তিত্ব নেই। খরা সহিষ্ণু কিছু কাঁটা ও ঝোপ জাতীয় গাছ এখানে জন্মায়। এসব গাছপালার শিকড় মাটির অনেক নিচে প্রবেশ করে পানি সংগ্রহ করতে পারে।

Answered by Anonymous
1

মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় হলো নিম্নরুপ -

  • মরু সম্প্রসারণ অথবা মরুভূমির সম্প্রসারণ রোধ করার জন্য প্রথমেই আমাদের মরুভূমির সীমানা বরাবর গাছপালা লাগাতে (বৃক্ষরোপণ) হবে। এইক্ষেত্রে মনে রাখতে হবে যে এমন গাছই রোপণ করতে হবে যা কিনা মরুভূমির জলবায়ু সহ্য করতে পারে।
  • মরুভূমিতে জল সংরক্ষণের ব্যবস্থা করা একান্ত প্রয়োজনীয়। বিশেষ করে মরুভূমির যেসকল অল্প স্থানে বৃষ্টি হয় সেইসকল স্থানে বৃষ্টির জল সংরক্ষণ করে ভৌম জলের স্তর বাড়ানো একান্ত প্রয়োজন।
  • মরু সম্প্রসারনে রোধের জন্য আমাদের পশুচারণকে নিয়ন্ত্রণ করতে হবে।

অতএব, আমরা মরু সম্প্রসারণ রোধের বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করলাম।

#SPJ3

Similar questions