কীভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করে?
Answers
Answer:
বিশ্ব উষ্ণায়ন এর জন্য ধীরে ধীরে পৃথিবীর তাপমান বাড়ছে যার ফলে বিভিন্ন হিমবাহ ধীরে ধীরে গলে যাচ্ছে। উত্তরধ্রুবীয় ও দক্ষিণধ্রুবীয় অঞ্চলে খুব শীঘ্রই বরফ গলছে যার ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে। যার ফলে সুন্দরবনের মতো পৃথিবীর নিচু অঞ্চল গুলি জলে ভরে যাচ্ছে। সুন্দরবনের ২০% অঞ্চল আগামী পনেরো বছরের মধ্যে জলে ডুবে যাবে। বিভিন্ন দীপ যেমন লোহাছাড়া, ঘোড়ামারা ও পূর্বাশা অঞ্চল গুলি এখনই জলে ডুবে গেছে। সুন্দরবনের মত হটস্পট গুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবীর ৪৫% ম্যানগ্রোভ জঙ্গল নষ্ট হয়ে যাবে এবং প্রায় ১৫% পশুপক্ষীর বিনাশ ঘটবে।
Answer:
সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যেমন
বিশ্ব উষ্ণায়ন এর প্রভাবে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে সুন্দরবনের প্রায় 250 বর্গ কিমি এলাকা জলে ডুবে গেছে এখানকার লোহাচড়া দ্বীপ টি সম্পূর্ণ জলের তলায় চলে গেছে এবং নিউমুর ঘোড়ামারা দ্বীপ জলে ডুবে যাচ্ছে
জলবায়ুর পরিবর্তনে ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ছে এবং জলের পরিমাণ বাড়ায় সমুদ্রের ঢেউ আকার আয়তনে বড় হচ্ছে এর ফলে ঢেউয়ের আঘাতে উপকূলের খয়ের মাত্রা বেড়ে গেছে
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য নদীর মোহনা অঞ্চলে জোয়ার-ভাটা তীব্রতা বাড়ছে ফলে মোহনা অংশ চওড়া হচ্ছে এছাড়া চাষের জমিতে জল ঢুকে জমির উর্বরতা নষ্ট করে দিচ্ছে
উপকূল অংশ জলে ডুবে থাকায় ও মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ ক্রমশ ধ্বংস হচ্ছে এই অঞ্চলে বনভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে