Physics, asked by majumdersunita4, 1 year ago

বায়ুশূন্য অবস্থায়এরোপ্লেন উঠতে পারে না কেন ????​

Answers

Answered by Anonymous
0

Answer:

لا تنشر هذه الأسئلة باللغة البنغالية

Answered by DEBOBROTABHATTACHARY
1

Answer:

এরোপ্লেন ওড়ার মূল নীতি অনেকটাই Newton's third law এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

আমরা এরোপ্লেনের সামনে যে দুটি বড়ো বড়ো পাখা বা ব্লেড(Propeller), দেখতে পাই তার বায়ু কে পেছনে দিকে ঠেলে সামনে এগিয়ে যায়(অনেকটা জলে সাঁতার কাটার মত), তাছাড়া বায়ুমন্ডলের বাতাসের অক্সিজেন বাইরে থেকে সংগ্রহ করে তাকে তরলীভূত করে জ্বালানির কাজে ব্যবহার করা হয়।

বায়ুশূন্য স্থানে এটি কোনোমতেই সম্ভব নয়, তাই বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না।

Similar questions