নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১) ০, ৮, ৩, ২, ১ অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে –
২) ৩২১৪০ সংখ্যাটিতে ২-এর স্থানীয় মান হলাে –
৩) দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি ৭ এবং অপরটি __|
8) দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. – –।
৫) ৫২১ X ১৪৪ =
৬) দেবব্রতবাবু তাঁর ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান। তাঁর মাসিক খরচ ১২২৭০ টাকা হলে, তাঁর ১ মাসের আয় ।
কতাে?
Answers
Answered by
72
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল -
১) ০, ৮, ৩, ২, ১ অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে ৮৩২১০। এখানে,বৃহত্তম সংখ্যা নির্ণয়ের জন্য আমরা কেবল প্রদত্ত অংক গুলিকে নিম্নক্রমে সাজিয়ে লিখি।
২) ৩২১৪০ সংখ্যাটিতে ২-এর স্থানীয় মান হলাে ২০০০।
৩) দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি ৭ এবং অপরটি ১১। যেহেতু, ৭ ও১১ -এর গ.সা.গু ১।
৪) দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু ১।
৫) ৫২১ X ১৪৪ = ৭৫০২৪। (সাধারণ গুণ করে পাই)
৬) ৬ মাসের আয় = ৭ মাসের খরচ
৭ মাসের খরচ = ৬ মাসের আয়
১ মাসের খরচ = ৬/৭ মাসের আয়
১২২৭০ টাকা = ৬/৭ মাসের আয়
৬/৭ মাসের আয় = ১২২৭০ টাকা
১ মাসের আয় = ১২২৭০ x ৭/৬ = ১৪৩১৫ টাকা
অতএব,দেবব্রতবাবুর এক মাসের আয় হলো ১৪৩১৫ টাকা।
Answered by
9
Answer:
Step-by-step explanation:
1
Similar questions