খুব সহজ প্রশ্ন, কিন্তু মাথা গন্ডগোল করার মতো প্রশ্ন। একজন মহিলা ২০০ টাকার চাল কিনলো একটা দোকান থেকে _( বিক্রেতা কোনো লাভ না নিয়েই জিনিস টি বিক্রি করেছে)_। মহিলাটি দোকানি কে ১০০০ টাকার নোট দিলো। চাল বিক্রেতা পাশের দোকান থেকে খুচরো করে এনে মহিলাটিকে ৮০০ টাকা ফেরৎ দিলো এবং নিজের কাছে ২০০ টাকা রেখে দিলো। পরে পাশের দোকানি ১০০০ টাকার নোট টা নিয়ে এসে বিক্রেতা দোকানি কে বললো, এই নোট জাল। এই বলে তিনি জাল নোট ফেরৎ দিয়ে ১০০০ টাকার ভালো নোট নিয়ে গেলেন।
তাহলে মূল প্রশ্ন হলো, *চাল বিক্রেতা দোকানির মোট কতো টাকা লোকসান হলো?*
a# ২০০
b# ৮০০
c# ১২০০
d# ১৮০০
e# ২০০০
f# ১৬০০
g# কোনোটাই নয়
সহজ তথাপি মাথা গুলোনোর মত এবং বেশ মজাদার
Answers
Answered by
60
Answer:
1200 rupees
1000 rupees for the currency &
200 rupees for the rice
Answered by
1
দোকানদারের মোট ১০oo টাকার ক্ষতি হবে
- দোকানদার পরের দোকানে গিয়ে অবৈধ নোটের বিনিময়ে ১০০০ টাকা পান।
- আসে, এবং ভদ্রমহিলাকে 800 দেয় এবং নিজের কাছে 200 রাখে।
- এখানে দোকানদার কোনও লাভ করে না কোনও ক্ষতি করে না কারণ সেও ২০০ টাকার চাল হারায়।
- অন্য দোকানদার তখন বুঝতে পেরে আসে এবং অবৈধটির পরিবর্তে ১০০০ এর প্রকৃত নোট নেয়।
সুতরাং সব মিলিয়ে দোকানদারের ১oo০ টাকার ক্ষতি হয়।
#SPJ3
Similar questions