ঘনীভবন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য কী
Answers
Answered by
1
Answer:
সংজ্ঞা
ঘনিভবন : জলিও বাষ্প যখন ঠান্ডা হয়ে পুনরায় জল এ পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকে ঘনিভবন বলে।
বাস্পীভবন: জল যখন লীনতাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকে বাস্পীভবন বলে।
লীনতাপ গ্রহণ ও বর্জন
ঘনিভবনএর ক্ষেত্রে জল লীনতাপ বর্জন করে।
বাস্পীভবনএর ক্ষেত্রে জল লীনতাপ গ্রহণ করে।
hope it's helpful...(^_^)
Answered by
28
Explanation:
সংজ্ঞা:-
ঘনিভবন:- জলীয় বাষ্প লীনতাপ ত্যাগ করে জলে পরিণত হলে সেই ঘটনাকে ঘনিভবন বলে।
বাস্পীভবন:- জল লীনতাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হলে তাকে বাস্পীভবন বলে।
তাপ গ্রহণ ও বর্জন:
ঘনিভবন:- ঘনিভবনএ তাপ বর্জিত হয়।
বাস্পীভবন:- বাস্পীভবন এ তাপ গৃহীত হয়।
Similar questions