History, asked by pd0451574, 9 months ago

চতুর্দশ লুইয়ের আমিই রাষ্ট্র উক্তিটি বুরবো রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে? ​

Answers

Answered by iamsuk1986
5

Answer:1.ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে ‘বৈপ্লবিক পরিস্থিতি’ বলেছেন?

উঃ- ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক-বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতি-কে ‘বৈপ্লবিক পরিস্থিতি’ বলেছেন।

2. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?

উঃ- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল।

3.বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উঃ- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন।

4.ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

উঃ- ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

5.ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?

উঃ-ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

6.ষোড়শ লুই কে ছিলেন?

উঃ- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

7.ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন?

উঃ-ষোড়শ লুই বুরবো বংশের রাজা ছিলেন।

8.মেরি আঁতোয়ানেৎ কে ছিলেন?

উঃ-মেরি আঁতোয়ানেৎ ছিলেন রাজা ষোড়শ লুই-এর পত্নী।

9. ফ্রান্সের বুরবো রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন?

উঃ-ফ্রান্সের বুরবো রাজারা রাজার দৈবস্বত্বে বিশ্বাসী ছিলেন।

10.আমিই রাষ্ট্র’— এই বিখ্যাত উক্তিটি কার?

উঃ-ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, ‘আমিই রাষ্ট্র’  (I amthe state)

11.ইনটেনডেন্ট’ কারা?

উঃ-ফ্রান্সে প্রাক-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইনটেনডেন্ট’ নামে পরিচিত ছিল।

12. ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল?

উঃ-ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল।

13.ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম লেখো।

উঃ-ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম হল— টেইলি,ক্যাপিটেশন, ভিংটিয়েমে।

14.টেইলি কী ?

উঃ- টেইলি হল ফ্রান্সের একপ্রকার ভূমিকর। এটি ছিল প্রত্যক্ষ কর।

15. ক্যাপিটেশন কী?

উঃ- ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল একপ্রকার উৎপাদনকর।

16.ভিংটিয়েমে কী ?

উঃ- ভিংটিয়েমে ছিল ফ্রান্সের একপ্রকার আয়কর।

17ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল?

উঃ-ফ্রান্সে লবণ কর গ্যাবেলা নামে পরিচিত ছিল।

18.কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’(Museum of Economic Errors) বলেছেন?

উঃ-অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ (Museum of Economic Errors) বলেছেন।

19.‘দ্য ওয়েলথ অফ নেশনস' (The Wealth of Nations)গ্রন্থের রচয়িতা কে?

উঃ- ‘দ্য ওয়েলথ অফ নেশনস’(The Wealth of Nations)গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ।

Answered by debadas2514
0

Explanation:

চতুর্দশ লুইয়ের আমি মিমি রাষ্ট্রপতি রাজ্যসভায় কোন

Similar questions