Science, asked by ik8814591, 10 months ago

প্রাইমোরডিয়াল ইউট্রিকল কি​

Answers

Answered by Anonymous
24

উদ্ভিদকোশে কো-প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর যে প্রোটোপ্লাজমিক লাইনিং দেখতে পাওয়া যায় তাকে প্রাইমোরডিয়াল ইউট্রিকল বলে

  • আমাদের মাথায় রাখতে হবে যে প্রাইমোরডিয়াল ইউট্রিকল কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়।
  • যে উদ্ভিদ কোষে প্রাইমোরডিয়াল ইউট্রিকল বর্তমান সেই উদ্ভিদ কোষের ভ্যাকুওল সম্পূর্ণরূপে বিকশিত হয়।
  • উদ্ভিদ কোষের ভ্যাকুওল ক্রমশ বৃদ্ধি পেতে পেতে কোষের প্রোটোপ্লাজমকে ক্রমশই কোষ প্রাচীরের ভিতরের গাত্র বরাবর ঠেলতে থাকে ফলে ভিতরের পরিধি বরাবর একটি লাইনিং-এর সৃষ্টি হয় যাকে 'প্রাইমোরডিয়াল ইউট্রিকল' নামে অভিহিত করা হয়ে থাকে।
Answered by jayashree2007
19

Answer:

পরিনত উদ্ভিদকোশে কোশগহ্বর বা ভ্যাকুওলগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুওল তৈরি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুওলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এইরকম বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল ( primordial utricle) বলে।

Similar questions