প্রাণীকোশের বিভাজনে সেন্টোজোমের গুরুত্ব কী ?
Answers
Answered by
44
Answer:
কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিকবৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে । যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে । বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ (Daughter cell) এবং যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃ কোষ (Mother cell) বলে । Walter flemming ১৮৮২ সালে সামুদ্রিক সালামান্ডার (Triturus maculosa) কোষে ১ম কোষ বিভাজন লক্ষ্য করেন।
মানবদেহ একটি মাত্র কোষ থেকেই তৈরি হয় । জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে সম্পূর্ণ দেহ তৈরি হয় ।
কোষ বিভাজন ৩ প্রকার ।
it is from Google
Answered by
1
প্রাণীকোশের বিভাজনে সেন্টোজোমের গুরুত্ব হল নিম্নলিখিত-
- মূলত সকল প্রাণী কোষ এবং কিছু উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম তরলের মধ্যে নিউক্লিয়াসের পাশে অবস্থিত পর্দাবিহীন তারকা আকৃতির কোষীয় অঙ্গাণুকে সেন্ট্রোজোম বলে। এটি মূলত প্রাণী কোষ বিভাজন কালে বেমতন্তু গঠন করে।
- মাইটোসিস কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম দ্বয় থেকে টিউবিউলিন নামক প্রোটিন এর সাহায্যে প্রলম্বিত মাইক্রোটিউবিউল উৎপন্ন হয় । এবং তা মাইটোটিক স্পিন্ডেল গঠন করে। যার দ্বারা বিভাজিত ক্রোমোজোমগুলি কোষের মেরুতে গমন করে।
- কোষ বিভাজনের শেষ পর্যায়ে ক্রোমোজোমের প্রন্তীয় গমনে সেন্ট্রোজোম সাহায্য করে।
#SPJ3
Similar questions
English,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
Political Science,
1 year ago
Math,
1 year ago