Physics, asked by si0228085, 10 months ago

আয়নিক যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চিত্র সংকেত ও জন কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন​

Answers

Answered by shantanu0690
46

Answer:

5. আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ওজন যথাযথ কেন?

উত্তর : নির্দিষ্ট সংকেত যুক্ত যে কোনাে পদার্থের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযােজ্য, কিন্তু যেসব পদার্থের অণুর পৃথক অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রেই আণবিক ভর শব্দটি প্রযােজ্য। NaCl-এর পৃথক কোন অণুর অস্তিত্ব না থাকার জন্য এক্ষেত্রে সংকেত ভর কথাটি অধিক যথাযত।

Explanation:

Answered by preetykumar6666
5

কারণ:

কিছু যৌগ পৃথক অণু হিসাবে বিদ্যমান নেই। উদাহরণস্বরূপ, সোডিয়াম ক্লোরাইডের অণু বলে কোনও জিনিস নেই। এই কারণেই এই ধরণের যৌগের জন্য সূত্রের ওজন শব্দটি ব্যবহার করা উপযুক্ত। সুতরাং এটির জন্য আণবিক শব্দটি ব্যবহার করা উপযুক্ত

আয়নিক যৌগের জন্য আমরা ফর্মুলা ভর বা ওজন শব্দটি ব্যবহার করি কারণ তারা ফর্মুলা ইউনিটগুলি নিয়ে গঠিত

Hope it helped.....

Similar questions