India Languages, asked by sksarifula0, 11 months ago

দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে​

Answers

Answered by Srijanipyne
3

Answer:

গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না তবে ঘোড়া টাই পঞ্চত্ত পায়।

Explanation:

follow me

Answered by amikkr
0

দাম গল্পে সুকুমার যে উপলব্ধিতে পৌঁছেছে তা হল-

  • নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'দাম' একটি ছোট গল্প । 'দাম' ছোটগল্পের কথক সুকুমার অঙ্কে বরাবরই দুর্বল ছিলেন । সুকুমারের কাছে স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন যেন এক ভীষণ বিভীষিকা ।ম্যাট্রিক পাশের পর অঙ্ক ও মাস্টারমশাই  দুজনই যদিও গায়েব হয়েগেছিল তাও সেই ভয় পিছু ছাড়েনি। পরবর্তী্তে সুকুমার সেই স্মৃতি নিয়ে এক গল্প লিখে  নগদ দশ টাকা উপহার পেয়েছিলেন ।তাঁর মনে হয়েছিল মাস্টারমশাইয়ের কাছ থেকে শিক্ষা নয় বরং এই ১০ টাকাই তাঁর নগদ লাভ ।
  • কিন্তু পরে  বৃদ্ধ সেই অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর তাঁর সব ভুল ভেঙে যায় । তখন সুকুমারের মনে হয় যে, সে যেন স্নেহ-মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে ।সুকুমার নিজেকে অপরাধী মনে করে আর বুঝতে পারে মাস্টারমশাইয়ের কড়া শাসনের আড়ালে পিতৃস্নেহ লুকানো ছিল । আর এই উপলব্ধি হওয়া মাত্রই বলেছেন "এ অপরাধ আমি বই কী করে, এ লজ্জা আমি কোথায় রাখব ।"

#SPJ3

Similar questions