Biology, asked by rakibsekh7860, 11 months ago

• লঘুমস্তিষ্কের কাজ কী?​

Answers

Answered by goutam9573
0

I can't understand this language

Answered by ItzShinyQueen13
3

\huge{\tt\pink{Answer:}}

সেরিবেলাম , পশ্চাৎ মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মোটর কাজ করে থাকে।এছাড়াও এটি মনোযোগ,ভাষা এর মত সূক্ষ্ম কাজের সাথেও জড়িত। রাগ,আবেগ প্রকাশে নিয়ন্ত্রকের কাজ করলেও এর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন(movement) সংশ্লিষ্ট কাজই সবচেয়ে গুরুত্ববহন করে। মেরুরজ্জু (Spinal Cord) এবং মস্তিষ্ক (Brain) এর অন্যান্য অংশ থেকে সংবেদী সংকেত গ্রহণ করে সেগুলোকে একত্র করে সূক্ষ্ম মুভমেন্টে পরিণত করে| সেরেবেলামে আঘাত সরাসরি প্যারালাইসিস করে না,বরং সূক্ষ্ম মুভমেন্টে সমস্যা করে যেমন ভারসাম্য রক্ষা।

সেরিবেলাম বহিঃস্থ গ্রে ম্যাটার এবং অন্তঃস্থ হোয়াইট ম্যাটার দ্বারা নির্মিত। গাঠনিকভাবে সেরিবেলামকে প্রাথমিক ভাঁজ(Primary Fissure) দ্বারা সম্মুখ লোব (Anterior Lobe), পশ্চাৎ লোব (Posterior Lobe) এবং ফ্লোক্যুলোনোডুলার লোব (Flocullonodular Lobe) এ তিনভাগে ভাগ করা যায়। কার্যকরীভাবে একে আর্কিসেরিবেলাম(Archicerebellum)প্যালিওসেরিবেলাম (Paleocerebellum) এ নিওসেরেবেলাম (Neocerebellum) এ তিনভাগে ভাগ করা যায়।

\\\\

<marquee>  ❤♥ Please follow me and mark as brainliest. ♥❤   </marquee>

Similar questions