Math, asked by rahulkundu144, 10 months ago

২১। এক ব্যক্তি প্রতি মাসে ৪৫০০ টাকা হিসাবে ৭ মাস ।
খরচ করে কিছু ধার করেন এবং এরপর প্রতি মাসে
৪২০০ টাকা হিসাবে ৫ মাস খরচ করে সেই ধার
পরিশােধ করেন। ওই ব্যক্তির মাসিক আয় নির্ণয় করাে।​

Answers

Answered by pulakmath007
6

সমাধান

দেওয়া আছে

এক ব্যক্তি প্রতি মাসে ৪৫০০ টাকা হিসাবে ৭ মাস খরচ করে কিছু ধার করেন এবং এরপর প্রতি মাসে ৪২০০ টাকা হিসাবে ৫ মাস খরচ করে সেই ধার পরিশােধ করেন।

নির্ণয় করতে হবে

ব্যক্তির মাসিক আয়

উত্তর

বলা আছে ব্যক্তি প্রতি মাসে ৪৫০০ টাকা হিসাবে ৭ মাস খরচ করে কিছু ধার করেন

∴ ব্যক্তির ৭ মাসে ধার

= ৭( ৪৫০০ - মাসিক আয় ) টাকা

আবার প্রতি মাসে ৪২০০ টাকা হিসাবে ৫ মাস খরচ করে সেই ধার পরিশােধ করেন

∴ ব্যক্তির ৫ মাসে পরিশােধ

= ৫ ( মাসিক আয় - ৪২০০ ) টাকা

প্রশ্নানুযায়ী

৭( ৪৫০০ - মাসিক আয় ) = ৫ ( মাসিক আয় - ৪২০০)

⇒ ৩১৫০০ - ৭ × মাসিক আয় = ৫ × মাসিক আয় - ২১০০০

⇒১২ × মাসিক আয় = ৫২৫০০

⇒ মাসিক আয় = ৪৩৭৫

সর্বশেষ উত্তর

ব্যক্তির মাসিক আয় = ৪৩৭৫ টাকা

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. .সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে একটি উলম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য ও দন্ডটির উচ্চতার অনুপাত কত হবে?

https://brainly.in/question/27785036

2. a^3–21a–20 কে উৎপাদকে বিশ্লেষণ কর

https://brainly.in/question/29098482

Similar questions