কঠিন আয়োডিনকে তীব্রভাবে উত্তপ্ত করা হলে কী পরিবর্তন ঘটবে?
Answers
Answered by
1
● যেসব পদার্থকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয় বা তাপ সরিয়ে নিলে গ্যাসীয় অবস্থা থেকে কঠিনে পরিণত হয়, তাদের উদ্বায়ী পদার্থ বলে।
আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ।
★ তাই আয়োডিনে তাপ দিলে তা কঠিন থেকে সরাসরি বাষ্পে (বেগুনি রঙের) পরিণত হয়।
Similar questions