Hindi, asked by Chiranjit12, 11 months ago

আমরা চাষ করি আনন্দে কবিতায় সকল ধরা কিভাবে হেসে ওঠে

Answers

Answered by Swarup1998
24

আমরা চাষ করি আনন্দে

উত্তর:

  • কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমরা চাষ করি আনন্দে' কবিতায় আমরা কাজের মধ্য দিয়ে কৃষকের আনন্দের কথা জানতে পারি।

  • চাষির সকাল থেকে সন্ধ্যা কেটে যায় মাঠে মাঠে। রোদ ওঠে, বৃষ্টি পড়ে; চষা মাটির গন্ধে ভরে ওঠে বাতাস। চাষ করা ঠিক যেন এক গানের ছন্দ আর সেই ছন্দে নেচে ওঠে চাষির মন।

  • সময় অতিবাহিত হতে থাকে; ধানের শিষ হয়। হেসে ওঠে এই ধরা অঘ্রাণের সোনালী রোদে ও পূর্ণচন্দ্রের জ্যোৎস্নালোকে।

অতিরিক্ত: 'ধরা' শব্দের অর্থ হ'ল - পৃথিবী।

Answered by monotoshmandal487
11

Answer:

আমরা চাষ করি আনন্দে কবিতায় সকল ধর” কীভাবে হেসে ওঠে?

Similar questions