এল মানুষ ধরার দল' তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল?
Answers
Answered by
196
আফ্রিকা -- রবীন্দ্রনাথ ঠাকুর
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতায় আমরা আফ্রিকার আদি ও নতুন রূপ খুঁজে পাই।
- আফ্রিকা বড়ো বড়ো গাছের জঙ্গলে পূর্ণ ছিল। প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে গড়ে উঠেছিল এক অবিচ্ছিন্ন সম্পর্ক। বনজঙ্গলের সেই সমাবেশে সূর্যের আলো প্রবেশ করার মতো সামান্যটুকু ছিদ্রও ছিলনা কোথাও। ঠিক যেন এক জাদুখেলা যুগ যুগ ধরে চলেছে আফ্রিকার বুকে লোকচক্ষুর অন্তরালে।
- তবে এসবই লোভী মানুষের আফ্রিকা আগমনের পূর্বেকার কথা।
Answered by
82
Answer:রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আফ্রিকা' কবিতায় আমরা আফ্রিকার আদি ও নতুন রূপ খুঁজে পাই|
আফ্রিকা বড়ো বড়ো গাছের জঙ্গলে পূর্ণ ছিল। প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে গড়ে উঠেছিল এক অবিচ্ছিন্ন সম্পর্ক। বনজঙ্গলের সেই সমাবেশে সূর্যের আলো প্রবেশ করার মতো সামান্যটুকু ছিদ্রও ছিলনা কোথাও। ঠিক যেন এক জাদুখেলা যুগ যুগ ধরে চলেছে আফ্রিকার বুকে লোকচক্ষুর অন্তরালে।
তবে এসবই লোভী মানুষের আফ্রিকা আগমনের পূর্বেকার কথা।
Explanation:
Similar questions