ঘটনা
ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলাে ,
মােমবাতি জ্বালানাে হলাে ,
ব্যাটারিচালিত রেডিয়াে চালানাে হলাে ,
কয়লা পােড়ানাে হলাে ,
সৌর কুকার চালু করা হলাে ,
মাইক্রোফোন ব্যবহার করা হলাে ,
একটা স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝন ঝন শব্দ হলাে ,
তারাবাজি জ্বালানাে হলাে ,
একটা ক্যাম্বিস বলকে ওপরে ছোঁড়া হলাে ,
একটা ক্যাম্বিস বলকে ওপর থেকে ছেড়ে দেওয়া হলাে --- এই ঘটনা গুলো তে কোন শক্তি কোন শক্তি তে রূপান্তরিত হচ্ছে ?
Answers
Answered by
0
Answer:
১) তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি
2) রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি
৩) রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি
৪) রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি
৫) সৌর শক্তি থেকে তাপ শক্তি
৬) জানিনা
৭) যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি
৮) রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি
৯) গতিশক্তি থেকে স্থিতিশক্তি
১০) স্থিতিশক্তি থেকে গতিশক্তি
তুমি ক্লাস 6 এ পড়ো, তাইনা?!
Similar questions