Science, asked by 9733supriya, 10 months ago

জনন কোশের গমন অঙ্গের নাম কী?​

Answers

Answered by ItzShinyQueen13
14

\huge{\mathcal\red{♡Answer:}}

জনন কোষ ও গ্যামেটোজেনেসিস (Gametogenesis):

  • দেহগঠনকারী কোষকে দেহকোষ এবং জনন কাজে অংশগ্রহণকারী কোষকে জনন কোষ বলে। পুরুষ জনন কোষকে শুক্রাণু এবং স্ত্রী জননকোষকে ডিম্বাণু বলে।

  • যে প্রক্রিয়ায় ডিপ্লয়েড সংখ্যক (2n) ক্রোমোজোম বিশিষ্ট মুখ্য জার্মিনাল কোষ বা প্রিমোর্ডিয়াল জনন কোষ বা জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড সংখ্যক (n) ক্রোমোজোম বিশিষ্ট জননকোষ (শুক্রাণু বা ডিম্বাণু) উৎপন্ন হয় তাকে গ্যামেটোজেনেসিস বলে।

শুক্রাণু (Spermatozoon or Sperm):

  • শুক্রাণু হচ্ছে পুরুষ জননকোষ যাতে হ্যাপ্লয়েড সংখ্যক (n) ক্রোমোজোম থাকে।

  • শুক্রাশয়ের ডিপ্লয়েড সংখ্যক (2n) ক্রোমোজোম বিশিষ্ট মুখ্য জার্মিনাল কোষ (Primary germinal cell) থেকে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড সংখ্যক (n) ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু উৎপন্ন হয়।

  • পরিণত শুক্রাণু মস্তক, মধ্যখণ্ড ও লেজ নিয়ে গঠিত।

  • শুক্রাণুর মস্তক, মধ্যখণ্ড ও লেজ যথাক্রমে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ও অক্ষীয়সূত্র ধারণ করে।

  • মস্তকে অবস্থিত নিউক্লিয়াসের অগ্রভাগে পানি বিশ্লেষী এনজাইমে পূর্ণ অ্যাক্রোসোম থাকে যা গলগি বস্তু থেকে সৃষ্ট।

  • সেন্ট্রিওল দুইভাগে ভাগ হয়ে নিউক্লিয়াসের পশ্চাতে পরপর সজ্জিত হয়। নিউক্লিয়াসের নিকটবর্তী সেন্ট্রিওল শুক্রাণুর গ্রীবা এবং দূরবর্তী সেন্ট্রিওল শুক্রাণুর লেজের অক্ষীয় সূত্র বা ফ্লাজেলাম তৈরি করে।

  • শুক্রাণুর মস্তক ও লেজের সংযোগস্থলে মাইটোকন্ড্রিয়া বিন্যস্ত হয়ে প্রথমে একীভূত হয় এবং পরবর্তীতে প্যাচ খেয়ে মধ্যখণ্ড তৈরি করে। শুক্রাণুর লেজের চলনের শক্তি এই মাইটোকন্ড্রিয়া থেকেই আসে।

স্পার্মাটোজেনেসিস (Spermatogenesis):

  • যে প্রক্রিয়ার শুক্রাশয়ের ডিপ্লয়েড সংখ্যক (2n) ক্রোমোজোম বিশিষ্ট মুখ্য জার্মিনাল কোষ (Primary germinal cell) বা প্রিমোর্ডিয়াল জননকোষ (Primordial cell) বা জনন মাতৃকোষ থেকে প্রথমে মাইটোসিস ও পরবর্তীতে মিয়োটিক বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড সংখ্যক (n) ক্রোমোজোম বিশিষ্ট পুরুষ জননকোষ তথা শুক্রাণু উৎপন্ন হয় তাকে স্পার্মাটোজেনেসিস বলে। সম্পূর্ণ প্রক্রিয়াটি শুক্রাশয়ে ঘটে।

  • মেরুদণ্ডী প্রাণীদের শুক্রাশয় অসংখ্য সেমিনিফেরাস নালিকা (Seminiferous tubules) দ্বারা গঠিত। নালিকার প্রাচীর মুখ্য জার্মিনাল এপিথেলিয়াম কোষে আবৃত তবে অনেক স্তন্যপায়ীদের জার্মিনাল কোষের ফাঁকে ফাঁকে দেহ কোষও থাকে যাদের সারটলি কোষ (Sertoli cell) বলা হয় এবং এরা বর্ধিত শুক্রাণুর পুষ্ট যোগান দেয়।

  • স্পার্মাটোজেনেসিসের প্রধান পর্যায় দুটি যথা- স্পার্মাটিড সৃষ্ট এবং স্পার্মিওজেনেসিস। পুরুষ জার্মিনাল কোষ বা প্রিমোর্ডিয়াল কোষ বা জনন মাতৃকোষ থেকে স্পার্মাটিড উৎপন্ন হওয়াকে স্পার্মাটিড সৃষ্ট এবং স্পার্মাটিডের শুক্রাণুতে পরিণত হওয়াকে স্পার্মিওজেনেসিস বলা হয়।

\\\\

<marquee>  ❤♥❤ I hope you will be helped by this answer.  ❤♥❤   </marquee>

<marquee>  ♥❤♥ Please follow me and mark as brainliest. ♥❤♥  </marquee>


ItzShinyQueen13: Where do you live? Are you from Bangladesh?
9733supriya: no
ItzShinyQueen13: ohh
ItzShinyQueen13: then where?
9733supriya: Murshi dabad
ItzShinyQueen13: ohh
9733supriya: you
ItzShinyQueen13: I am from Bangladesh.
9733supriya: ohh
9733supriya: which class you study
Answered by sayanbarman060
39

Answer:

জনন কোশের গমন অঙ্গের নাম কী

Similar questions