India Languages, asked by smaji7950, 10 months ago

ধাঁধা নং. ১

লকডাউনেতে ঘরে যাচ্ছো কি হয়ে বোর
শুয়ে - বসে গেল নাকি কমে মগজের জোর?
তোমাদের দিই তবে মাথা খাটাবার কাজ
চটপট সমাধান করে দেখি ফ্যালো আজ।
চারখানা ধাঁধা আমি দিচ্ছি যে পরপর
তার সমাধান দিয়ে দাও শেষ উত্তর।
*
বোকা তবু উপকারী সোনা নাকি করে দান
এ দেশের রাজা-গজা করে ভারি সম্মান।
*
দেখা এর পাওয়া যায় নৌকা বা ছাতাতে
দুই বারে দলে দলে মানে আসে মাথাতে।
*
বেঁটে হলে তাকে ধরা অতিশয় শক্ত
মধু মেখে মধুময় কবি এর ভক্ত।
*
বিশ্বাস করা যায় নেই এতে কোন ভুল
কাকে দিয়ে কাটাবো যে গোঁফ দাড়ি আর চুল।
*****
এই চার শব্দতে একখানা হবে নাম
নামকরা লোক তিনি, বঙ্গতে ছিল ধাম।
তাঁকে নিয়ে আছে নানা লা-জবাব গল্প
ছোট নামে বেশি চিনি বড় নামে অল্প।।

- সমিত ​

Answers

Answered by love6618
0

Answer:

Is ka answer me deta hu

pls Mark me as a brainlist

Explanation:

பாய் இஸ்கா பதில் தேரா பாப் ஹை டி சாக்தா ஹா து யூ காட் மாரா தீக் ஹ பன் சோ

Similar questions