Geography, asked by wwwpkghosh786, 10 months ago

বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?​

Answers

Answered by Anonymous
1

বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা হল নিম্নরূপ -

  • আমাদের পৃথিবীর দুই তৃতীয়াংশ জলে পরিপূর্ণ হলেও এর বেশিরভাগটাই ব্যবহারযোগ্য নয়। মানুষের ব্যবহারযোগ্য জলের পরিমাণ আমাদের গ্রহে নিতান্তই সীমিত।
  • অন্যদিকে, ক্রমশই বেড়ে চলা জনসংখ্যার জন্য পৃথিবীতে জলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে চলেছে।
  • এই সীমিত জলের ভান্ডার দিয়ে এই বিপুল জলের চাহিদা মেটানোর ক্ষেত্রে আমরা অনেকাংশেই ব্যর্থ হই। এমনাবস্থায় জলের চাহিদা সম্পূর্ণভাবে মেটানোর জন্য আমাদের দরকার পড়ে জলের বিভিন্ন উৎস থেকে ব্যবহারযোগ্য জল সংগ্রহ করে তা ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষণ করা।
  • এমনই একটি ব্যবহারযোগ্য জলের উৎস হলো বৃষ্টির জল। এই বৃষ্টির জল বেশিরভাগ ক্ষেত্রেই মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। জলের ক্রমবর্ধমান চাহিদার সামনে, ব্যবহারযোগ্য এই বিপুল পরিমান বৃষ্টির জলের অপচয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা অনেকটাই বেশী হয়ে পড়ছে বর্তমান সময়ে।
  • বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে আমরা যে সকল সুবিধা গুলি পাব তা হল -
  1. পানীয় জলের ও অন্যান্য দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা জলের চাহিদা মেটানো যাবে।
  2. বর্ষাকাল ব্যতীত অন্যান্য ঋতুতে বৃষ্টির সংরক্ষিত জল চাষের জন্য ব্যবহার করা যেতে পারে।
  3. ভবিষ্যতের জন্য জলের মতন গুরুত্বপূর্ণ সম্পদ সঞ্চয়ের অন্যতম মাধ্যম হল এই বৃষ্টির জল সংরক্ষণ।
Answered by sharmayogita3894
1

Answer:

ohhhhhhhhhhhhhh

Explanation:

which language

Similar questions