রোজ চাউমিন, এগরোল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্ট ফুড জাতীয় খাবার খেলে কী কী সমস্যা হতে পারে?
Answers
Answered by
12
পেটে রোগ হয় আর পেট ব্যাথা হয়
Answered by
0
রোজ চাউমিন,এগরোল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্ট ফুড জাতীয় খাবার খেলে নিম্নলিখিত সমস্যাগুলি হতে পারে -
- প্রথমেই আমাদের জেনে রাখা দরকার যে প্রথমে যে সকল ফাস্টফুডের কথা উল্লেখ করা রয়েছে তার মধ্যে কোনটাই স্বাস্থ্যকর নয়। রাস্তার উপর দোকানে বানানো এসকল খাবারগুলি ধুলোবালি,জীবাণু দ্বারা দূষিতও হতে পারে তথা খাবারগুলির মধ্যে যে সকল উপকরণ ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের পক্ষে বেশিরভাগ সময়ই ক্ষতিকর বলে সাব্যস্ত হয়।
- এমন অবস্থায় এরকম খাবার যদি আমরা রোজ খাই তাহলে আমাদের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
- এরমধ্যে মূলত পেটের সমস্যা,হজমের সমস্যা, বমি, আমাশয় ইত্যাদি রোগে ভুগতে হতে পারে এবং এরপরেও প্রত্যহ যদি আমরা এই রকম খাবার গ্রহণ করতে থাকি তাহলে আমাদের পরিপাকতন্ত্র স্থায়ী কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে।
অতএব, আমরা উপরোক্ত প্রসঙ্গে বিভিন্ন ফাস্টফুডের ক্ষতিকর প্রভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম।
Similar questions
English,
6 months ago
Chemistry,
6 months ago
Science,
1 year ago
English,
1 year ago
Computer Science,
1 year ago