Science, asked by karjeeseema, 10 months ago

শ, ষ, স -কে উষ্মধবনি বলা হয় কেন??

Answers

Answered by shibdyutighosh
17

Answer:

যে ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি, সে ধ্বনিগুলিকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি।

Explanation:

এ বর্ণ গুলি উচ্চারণের সময় শিশ দেওয়ার মতো শব্দ হয় যার ফলে এদেরকে শিশ ধ্বনিও বলা হয়।

Answered by Anonymous
0

শ, ষ, স -কে উষ্মধ্বনি বলা হয় কারণ -

  • শ, ষ, স এই তিনটি ব্যঞ্জনবর্ণকে উষ্মধ্বনি আখ্যা দেওয়া হয়েছে। কারণ, এই তিনটি ব্যঞ্জনবর্ণ উচ্চারণের সময় আমরা আমাদের শ্বাস যতক্ষন খুশী রাখতে পারি
  • বাংলা ব্যাকরণে ব্যঞ্জনবর্ণগুলিকে উচ্চারণের বৈশিষ্ট্যের তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধ্বনিতে ভাগ করা হয়।
  • তেমন একটি শ্রেণীবিভাগ হলো উষ্মধ্বনি।
  • প্রসঙ্গত উল্লেখ্য যে, এই উষ্মধ্বনিকে শিশধ্বনিও বলা হয়ে থাকে। (শিশের মতোন উচ্চারণ হয় বলে)

অতএব, আমরা শ, ষ, স -কে উষ্মধ্বনি বলার কারণ সম্পর্কে আলোচনা করলাম।

#SPJ6

Similar questions