ভারতবর্ষে মোট কয়টি দেশ আছে
Answers
Answer:
what is thiss write in english
Explanation:
Answer:
ভারতবর্ষ নিজেই একটি দেশ এর রাজ্য আছে।
Explanation:
ভারতে মোট ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। যথা :
১, মিজোরাম। রাজধানী শহর আইজোল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর লুঙ্গলেই।
২, মনিপুর। রাজধানী: ইমফল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : সেনাপতি।
৩, ত্রিপুরা। রাজধানী: আগরতলা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : ধর্মনগর।
৪, নাগাল্যান্ড। রাজধানী : কোহিমা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর: দিমাপুর।
৫, অরুনাচল প্রদেশ। রাজধানী : ইটানগর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : নাহারলাগুন।
৬, অসম। রাজধানী: দিসপুর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : গুয়াহাটি।
৭, মেঘালয়। রাজধানী : শিলং। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর: তুরা।
৮, সিকিম। রাজধানী: গ্যাংটক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : নামচি।
৯, পশ্চিমবঙ্গ। রাজধানী : কলকাতা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : আসানসোল।
১০, বিহার। রাজধানী : পাটনা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : গয়া।
১১, ওড়িশা। রাজধানী : ভুবনেশ্বর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : কটক।
১২, ঝাড়খণ্ড। রাজধানী : রাচী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : জামশেদপুর।
১৩, ছত্তিসগড়। রাজধানী : রায়পুর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : বিলাসপুর।
১৪, অন্ধ্রপ্রদেশ। রাজধানী : হায়দরাবাদ ( বর্তমান) অমরাবতী (প্রস্তাবিত)। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : বিশাখাপত্তনম।
১৫, তেলেঙ্গানা। রাজধানী : হায়দরাবাদ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : ওয়ারঙ্গল।
১৬, তামিলনাড়ু। রাজধানী : চেন্নাই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : তিরুচিরোপল্লী।
১৭, কর্ণাটক। রাজধানী : বেঙ্গালুরু। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : ম্যাঙ্গালোর।
১৮, কেরল। রাজধানী : তিরুবন্তপুরম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : কোচি।
১৯, গোয়া। রাজধানী : পানজিম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : ভাস্কো দা গামা।
২০, মহারাষ্ট্র। রাজধানী : মুম্বাই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : পুনে।
২১, মধ্যপ্রদেশে। রাজধানী : ভোপাল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : ইন্দোর।
২২, গুজরাত। রাজধানী : গান্ধীনগর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : আহমেদাবাদ।
২৩, রাজস্থান। রাজধানী : জয়পুর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর :যোধপুর।
২৪, উত্তরপ্রদেশে। রাজধানী : লখনউ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : সাবেক এলাহাবাদ বর্তমান প্রয়োগরাজ।
২৫, উত্তরাখণ্ড। রাজধানী : দেহরাদূন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : নৈনিতাল।
২৬, হরিয়ানা। রাজধানী : পাঞ্জাবের চণ্ডিগড়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : ফরিদাবাদ।
২৭, পাঞ্জাব। রাজধানী : চণ্ডিগড়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর: লুধিয়ানা।
২৮, হিমাচলপ্রদেশ। রাজধানী : শিমলা ( গ্রীষ্মকালীন) ধর্মশালা ( শীতকালীন)। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর : সোলন।