India Languages, asked by rufsedali980, 9 months ago

তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো​

Answers

Answered by Anonymous
2

উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিপূর্ণ হবার কারণ হলো নিম্নরুপ -

  • ভারতের মতন কোন কৃষিপ্রধান দেশে কোন অঞ্চল ঘনবসতিপূর্ণ হবার একটি প্রধান কারণ হলো সেই অঞ্চলে উন্নতমানের চাষাবাদের উপস্থিতি।
  • এখন ভারতবর্ষের উত্তরের সমভূমি অঞ্চল অত্যন্ত উর্বর মাটি দিয়ে গঠিত, যা চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী।
  • উন্নত চাষাবাদ ব্যতীত,আরও অন্যান্য কারণ যেমন - উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত পরিষেবা (বিভিন্ন), বড় বড় শহরের উপস্থিতি।
  • এই সকল কারণ মিলিয়েই, উত্তরের সমভূমি অঞ্চল (অর্থাৎ,হরিয়ানা, পাঞ্জাব,উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গ, আসাম,বিহার ইত্যাদি রাজ্যসমূহ) অত্যন্ত ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে।
Similar questions