চলন ও গমন কাকে বলে?
Answers
চলন = নির্দিষ্ট স্থানে সংলগ্ণ থাকাকালীন বাইরের উদ্দীপকের উপস্থিতি কিংবা অনুপস্থিতিতে জৈবিক প্রয়োজনের আভ্যন্তরীণ তাগিদে দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বা মুভমেন্ট বলে।
সহজ ভাষায় বলতে গেলে, চলন হলো জীবদেহের অংশবিশেষের আন্দোলিত হওয়া।
চলনের উদাহরণ
ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস ইত্যাদি কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদে ব্যতীত সমস্ত উদ্ভিদ জগতে চলন পরিলক্ষিত হয়। আবার অবেলিয়া কলোনির স্পন্স প্রবাল ইত্যাদি কয়েকটি প্রাণী গমনে অক্ষম চলনই এদের সম্বল।
গমন = অঙ্গ-প্রত্যঙ্গ চালনার দ্বারা নিজের প্রচেষ্টায় সমগ্র জীবদেহের একস্থান হতে অন্য স্থানে যাওয়া বা নির্দিষ্ট ও পরিমাপযোগ্য কোন দূরত্ব অতিক্রম করাকেই গমন বা লোকমোশন বলে।
গমনের উদাহরণ
স্পঞ্জ প্রবাল ওবেলিয়া কলোনি প্রভৃতি প্রাণী ব্যতীত সমস্ত প্রাণীতে এবং ভলভক্স ক্লাইমোডোমোনাস সহ কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদে কোন পরিলক্ষিত হয়।
চলনের- গমনের উদ্দেশ্য
- খাদ্যান্বেষণ : অধিকাংশ উদ্ভিদ খাদ্য বিষয়ে স্ব-নির্ভর হওয়ায় এবং তাদের প্রয়ােজনীয় খাদ্য উপাদান একস্থান থেকে সংগ্রহ করার সুবিধা থাকায় উদ্ভিদদের সাধারণত স্থানান্তরে গমনের প্রয়ােজন হয় না। তবে উদ্ভিদের মূল জল সংগ্রহের জন্য জলের দিকে অগ্রসর হয়। কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদও খাদ্যান্বেষণের জন্য স্থানান্তরিত হয়। প্রাণীরা খাদ্য-বিষয়ে স্বনির্ভর নয়, তাই খাদ্যান্বেষণের জন্য তাদের স্থানান্তরে গমন করতে হয়।
- অভিযোজন : পরিবর্তনশীল পরিবেশের সহিত নিজেকে খাপ খাওয়ানো বা অভিযোজনের তাগিদে চলন ও গমনের প্রয়োজন হয়।
- অনুকুল পরিবেশের সন্ধান : উপযুক্ত পরিমাণ আলাে, বাতাস এবং জল পাওয়ার জন্য উদ্ভিদ বা উদ্ভিদ-অঙ্গের চলন হয়। অনেক প্রাণীও অনুকুল পরিবেশের সন্ধানে স্থানান্তরে গমন করে।
#SPJ3