" দেবতার বিদায় " কবিতা টি দ্বারা কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছেন?
Answers
Answered by
5
Answer:
দেবতামন্দিরমাঝে ভকত প্রবীণ
জপিতেছে জপমালা বসি নিশিদিন।
হেনকালে সন্ধ্যাবেলা ধুলিমাখা দেহে
বস্ত্রহীন জীর্ণ দীন পশিল সে গেহে।
কহিল কাতরকণ্ঠে "গৃহ মোর নাই
এক পাশে দয়া করে দেহো মোরে ঠাঁই।"
সসংকোচে ভক্তবর কহিলেন তারে,
"আরে আরে অপবিত্র, দূর হয়ে যারে।"
সে কহিল, "চলিলাম"--চক্ষের নিমেষে
ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে।
ভক্ত কহে, "প্রভু, মোরে কী ছল ছলিলে!"
দেবতা কহিল, "মোরে দূর করি দিলে।
জগতে দরিদ্ররূপে ফিরি দয়াতরে,
গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে।"
Answered by
7
Answer:
বিশ্ব কবি রবীন্দ্রাথ ঠাকুরের লেখা " দেবতার বিদায় " কবিতা টি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে -- জপ - তপ - পূজার্চনার মধ্যে দিয়ে ইশ্বরকে পাওয়া যায় না। ইশ্বর পেতে গেলে দীন দরিদ্রকে ভালোবাসতে হবে। গৃহহীন কে সাহায্য করতে হবে। ইশ্বর দীন দরিদ্রর মধ্যে বেশি থাকেন।
Similar questions