History, asked by 077745, 10 months ago

নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল

Answers

Answered by Anonymous
17

নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি ছিল নিম্নরূপ -

  • নীল বিদ্রোহ অর্থাৎ নীলকর সাহেবদের অত্যাচারের প্রতীক বাংলায় যে বিদ্রোহ গড়ে উঠেছিল তার প্রতি সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গির যথেষ্ট সমর্থনকারী ছিলো।
  • শিক্ষিত বাঙালি সমাজের বিভিন্ন বিপ্লবী দল বিভিন্ন রকম ভাবে এই নীল বিদ্রোহে অংশগ্রহণ করে এবং তাদেরই অংশগ্রহণ ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে।
  • সাহিত্য ক্ষেত্রেও নীল বিদ্রোহের প্রভাব দেখা যায় এবং নীল বিদ্রোহ কে সমর্থন করে বিভিন্ন অমর সাহিত্য সৃষ্টিরও বাংলাভাষা সাক্ষী হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দীনবন্ধু মিত্রের লেখা 'নীলদর্পণ' নাটক।
  • এছাড়াও, সে সময়ে সমাজ সজাগকারী বিভিন্ন বাংলা পত্রিকায় এই নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশিত হতে থাকে। যেমন - সমাচার চন্দ্রিকা এবং সমাচার দর্পণ, ইত্যাদি বাংলা পত্রিকা।
  • অর্থাৎ আমরা বলতেই পারি যে সেই সময় শিক্ষিত বাঙালি সমাজ নীল বিদ্রোহের পাশে সর্বতোভাবে দাঁড়িয়েছিল।
Similar questions