নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল
Answers
Answered by
17
নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি ছিল নিম্নরূপ -
- নীল বিদ্রোহ অর্থাৎ নীলকর সাহেবদের অত্যাচারের প্রতীক বাংলায় যে বিদ্রোহ গড়ে উঠেছিল তার প্রতি সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গির যথেষ্ট সমর্থনকারী ছিলো।
- শিক্ষিত বাঙালি সমাজের বিভিন্ন বিপ্লবী দল বিভিন্ন রকম ভাবে এই নীল বিদ্রোহে অংশগ্রহণ করে এবং তাদেরই অংশগ্রহণ ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে।
- সাহিত্য ক্ষেত্রেও নীল বিদ্রোহের প্রভাব দেখা যায় এবং নীল বিদ্রোহ কে সমর্থন করে বিভিন্ন অমর সাহিত্য সৃষ্টিরও বাংলাভাষা সাক্ষী হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দীনবন্ধু মিত্রের লেখা 'নীলদর্পণ' নাটক।
- এছাড়াও, সে সময়ে সমাজ সজাগকারী বিভিন্ন বাংলা পত্রিকায় এই নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশিত হতে থাকে। যেমন - সমাচার চন্দ্রিকা এবং সমাচার দর্পণ, ইত্যাদি বাংলা পত্রিকা।
- অর্থাৎ আমরা বলতেই পারি যে সেই সময় শিক্ষিত বাঙালি সমাজ নীল বিদ্রোহের পাশে সর্বতোভাবে দাঁড়িয়েছিল।
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Math,
9 months ago
History,
9 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago