Geography, asked by mondalinchhan92, 11 months ago

৪. বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কেন?​

Answers

Answered by Anonymous
106

Answer:

রাষ্ট্রের উন্নয়নে শক্তি (এনার্জি) ও শক্তির উৎস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে শক্তি উৎপাদন এখনও জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা, তেল, গ্যাসের উপরে নির্ভরশীল (প্রায় ৯০%)। কিন্তু ভূগর্ভে এই জীবাশ্ব জ্বালানির সঞ্চয় নির্দিষ্ট। ক্রমাগত উত্তোলনে একদিন এই সঞ্চয় নিঃশেষ হয়ে যাবে। তখন কী হবে? সত্তরের দশকে গোটা বিশ্বে এই ভাবনা নিয়ে তোলপাড় চলছে যখন, তখন তার রেশ এসে পড়ে ভারতেও। পরবর্তী কালে পরিবেশ ভাবনা সেই চিন্তাকে আরও উস্কে বিকল্প জ্বালানির সন্ধানে জোর দিতে বাধ্য করে। অপ্রচলিত শক্তির (সৌরশক্তি, বায়ুশক্তি, জৈবশক্তি ইত্যাদি) গুরুত্ব বাড়াতে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ’ (এনএপিসিসি) ২০০৯-১০ সালে জাতীয় গ্রিডে অন্ততপক্ষে ৫ শতাংশ শক্তি অপ্রচলিত পথে আমদানির সুপারিশ করে। প্রতি বছর এক শতাংশ হারে তা বাড়িয়ে ২০২০ সালে ১৫ শতাংশে পৌঁছনোর কথা বলা হয়। দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যার সামান্য বদল করে লক্ষ্যমাত্রা রাখা হয় ২০১৭ সালের মধ্যে ৯ শতাংশ ও ২০৩০-এর মধ্যে ১৬ শতাংশ। প্রায় ৪০,৮৭৬ কোটি টাকা এই খাতে খরচ করা হবে বলে ধরা হয়। কিন্তু শুধু আর্থিক সাহায্যই যথেষ্ট নয়। দরকার দক্ষ-কর্মীরও। রিনিউয়েবল এনার্জি ম্যানেজমেন্ট পড়ার গুরুত্ব এখানেই।

Answered by Anonymous
0

বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করেছে কারণ -

  • চিরাচরিত শক্তির ভান্ডারগুলি সীমিত এবং অত্যাধিক ব্যবহারের ফলে তা ক্রমশই সম্পূর্ণভাবে নিঃশেষিত হওয়ার দিকে এগিয়ে চলেছে। অন্যদিকে, অচিরাচরিত শক্তির উৎসগুলি প্রায় অসীম (পুনর্নবীকরণযোগ্য) এবং তাই এই অচিরাচরিত শক্তির উৎসগুলি অচিরেই বর্তমানে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ স্থান আদায় করে নিচ্ছে।
  • চিরাচরিত শক্তিগুলি ব্যবহার করার একটি অন্যতম বড় সমস্যা হল পরিবেশ দূষণ। অন্যদিকে অচিরাচরিত শক্তির উৎস গুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হবার সম্ভাবনা খুবই কম।
  • অর্থাৎ পুনর্নবীকরণযোগ্যতা এবং পরিবেশ-বান্ধব হওয়ার জন্য অচিরাচরিত শক্তিগুলি বর্তমানে অধিক প্রসার লাভ করেছে।

অতএব, আমরা অচিরাচরিত শক্তির অধিক প্রসার লাভের কারণগুলি সম্পর্কে আলোচনা করলাম।

#SPJ3

Similar questions