India Languages, asked by spriha31, 8 months ago

‌‍ধবণি লিখিটো রূপকে কি বোলে?​

Answers

Answered by rajjbpathan
1

Answer:

hєчα mαtє

ধ্বনি : বাকপ্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি হলো ভাষার মূল উপাদান। ৩। বর্ণ : ধ্বনির লিখিত রূপকে বর্ণ ...

plz mαrk αѕ вrαnlíѕt

Answered by barkinkar
0

ধ্বনির লিখিত রূপকে বর্ণ

বলে।

আরও তথ্য :

  • মানুষের মুখ নিঃসৃত আওয়াজ যা শোনা যায় তাকে ধ্বণি বলে।

  • এবং ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে।

  • বর্ণ দুই প্রকার যথা-

) স্বরবর্ণ

২) ব্যঞ্জনবর্ণ

স্বরবর্ণ :

যে সমস্ত বর্ণ অন্য কোন বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারণ হতে পারে তাকে স্বরবর্ণ বলে।

যেমন- অ, আ, ই, ঈ, উ, ঊ, ইত্যাদি।

ব্যঞ্জনবর্ণ :

যে সমস্ত বর্ণ স্বর বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনবর্ণ বলে।

যেমন - ক,খ,গ,ঘ,ঙ,চ,ছ,জ,ঝ,ঞ,ট,ঠ,ড,ঢ,ণ,ত,থ,দ,ধ ইত্যাদি

এই সমস্ত বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না

যেমন- ক উচ্চারণ করতে গেলে ক্+অ= ক হয় , তেমন খ্+অ=খ হয়

আবার গ্+অ=গ হয় । এইভাবে সমস্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে কোন না কোন স্বরবর্ণ যুক্ত আছে।

Read more:

উদাহরণ সহ গুচ্ছ ধ্বনি পরিচয় দাও

https://brainly.in/question/50977608

বর্ণ কাকে বলে? কত প্রকার ও কি কি ?

https://brainly.in/question/20905045

#SPJ3

Similar questions