Political Science, asked by rajdeepdey8116352, 10 months ago

লক এর সোশাল কনট্র্যাক্ট থিয়োরি ​

Answers

Answered by anisha5952
0

Answer:

Social contract রাষ্ট্রীয় বিধির বিকাশের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ থিওরি, লক এর পাশাপাশি হব, রুশো প্রমুখ দার্শনিক এই চিন্তাধারার সমর্থক ছিলেন..

এই মতবাদের মূলকথা হলো, মানব ইতিহাসে এমন একটি সময় ছিলো যখন মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা ছিলো না। তখন রাষ্ট্র ও সরকারের কোনো অস্তিত্বই ছিলো না। তখন মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতো ও নিজ খেয়ালখুশি মতো পরিচালিত হতো। দুর্বলের ওপর সবল অত্যাচার করলে, দুর্বলকে রক্ষা করার জন্যে কোনো আইনসম্মত ব্যবস্থা ছিল না। এভাবে প্রকৃতির রাজ্যে অসুবিধা সৃষ্টি হওয়ায় পারস্পরিক চুক্তির মাধ্যমে মানুষ রাষ্ট্র সৃষ্টি করেছে। আর এটাই রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে সামাজিক চুক্তি মতবাদ নামে পরিচিত।অর্থাৎ এ মতবাদের আসল কথা হচ্ছে চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে।

Explanation:

Hope it is helpful

Similar questions