Science, asked by SKOOP, 10 months ago

পাথুরে চুন কি কি মৌলের পরমাণু দিয়ে গঠিত ?​

Answers

Answered by vishwacharanreddy201
4

Explanation:

চুনাপাথর একটি কার্বনেট পলল শিলা যা প্রায়শই প্রবাল, ফোরামিনিফেরা এবং মল্লাস্কের মতো সামুদ্রিক জীবের কঙ্কালের টুকরো দ্বারা গঠিত। এর প্রধান উপকরণগুলি খনিজ ক্যালসাইট এ

Answered by dagarnishchal
2

চুন হল ক্যালসিয়াম যুক্ত একটি অজৈব উপাদান, যার মধ্যে কার্বনেটসমূহ, অক্সাইডসমূহ ও হাইড্রোক্সাইডসমূহের প্রাধান্য রয়েছে। সরাসরি চুন হল ক্ষারকীয় পদার্থ যা ক্যালসিয়াম অক্সাইড (সংকেত {\displaystyle CaO}{\displaystyle CaO}) বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

পান-এর সঙ্গে।

পানি পরিষ্কার করতে।

১. পুকুরে চুন দিলে বিভিন্ন রোগের জীবাণু ও পরজীবি ধ্বংস করে ।

২. পুকুরে চুন দিলে পানির অম্লত্ব দূর হয় ।

৩.চুন দিলে পুকুরের বিষাক্ত গ্যাস দূর হয় ।

৪. মাছের দেহের প্রয়োজনীয় ক্যালসিয়াম জোগাতে চুন খুবই উপকারি।

৫. পানিতে অক্সিজেনের বৃদ্ধির জন্য চুন দিতে হবে।

৬. পুকুরে প্লাংকটন জন্মাতে সাহায্য করে ।

৭. চুন পুকুরের তলানী থেকে কার্বনডাইঅক্সাইড বের করতে সহায়তা করে ।

৮. ঘোলা পানি দূর করতে চুন সাহায্য করে।

৯. চুন দিলে বিভিন্ন রোগজীবাণু দূর হয়।

পুকুরে যদি মাছ থাকে তাহলে চুন পানিতে গুলে ঠাণ্ডা করে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে।

সংগ্রহ;জহুরুল হক বাবু ফুলবাড়ি দিনাজপুর

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।

Here is your answer mate

please follow me

please mark it as brainlist

Similar questions