উদ্ভিদেহত প্ৰস্বেদনৰ ভূমিকা লিখা
Answers
Answer:
প্রস্বেদন (ইংরেজি: Transpiration) হচ্ছে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমের উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জল বাষ্পাকারে বের হয়ে যায়। মূল এবং ফুলের মাধ্যমেও প্রস্বেদন বা বাষ্পমোচন হতে পারে। উদ্ভিদ তার মূল দিয়ে জল শোষণ করে থাকে এবং পত্ররন্ধ্রের রক্ষীকোষ দুটোর-স্ফীতি ও শিথিল অবস্থা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্রের মাধ্যমে বেশিরভাগ প্রস্বেদন সম্পন্ন হয়।
বাষ্পমোচনের ফলে মেসোফিল কলায় যে ব্যাপন চাপ ঘাটতি (Diffusion pressure deficit) দেখা যায় তা জাইলেম বাহিকায় যে বিশেষ চোষণ চাপ (suction pressure) সৃষ্টি করে মূল থেকে খনিজ লবণ মিশ্রিত জলকে ঊর্ধ্বমুখে পরিবাহিত করে , তাকে বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান বলে । এই টানের ফলেই রসের উৎস্রোত (Ascent of sap ) ঘটে ।
Answer:
Transpiration helps plants by cooling them down, much like how sweating helps us regulate our body temperatures. Transpiration also plays a big role in helping water move around the plant by changing the water pressure in plant cells. This helps minerals and nutrients move up the plant from the roots.
Explanation:
please mark as brainliest
thanks