Chemistry, asked by sudarsanmaji6, 10 months ago

বৃষ্টির ফোটা গোলা আকার ধারন করে কেন?​

Answers

Answered by rupakumari036055
4

Answer:

I don't know this language bro ...

Answered by DEBOBROTABHATTACHARY
0

Answer:

বৃষ্টির ফোঁটা গোল হওয়ার কারণ

প্রথমত জল, দুই অনু হাইড্রোজেন এবং এক অনু অক্সিজেনের সমন্বয়ে গঠিত যেখানে তাদের তড়িৎঋনাত্বকতার পার্থক্যের জন্য জল পোলার অনু হিসাবে কাজ করে।ফলে অক্সিজেন প্রান্ত ঋনাত্বক এবং হাইড্রোজেন প্রান্ত ধনাত্বক পোল হিসাবে কাজ করে।

ফলে যখন জলের অনুগুলো কাছাকাছি আসে তখন তাদের বিপরীত পোলের মধ্যে আকর্ষণ বল কাজ করে ফলে তাদের মধ্যবর্তী দূরত্ব হ্রাস পায় এবং হাইড্রোজেন বন্ড গঠন করে।

দ্বিতীয়ত সংসক্তি বল হচ্ছে একই পদার্থের বিভিন্ন অনুগুলোর মধ্যে বিদ্যমান আকর্ষন বল যা তার অনুগুলোকে সর্বদা আকর্ষণের মাধ্যমে সারফেস হতে বিচ্যুত হতে বাধা দেয়।ফলে মেঘ থেকে যখন বৃষ্টি বর্ষিত হয় তখন এই বল জলের অনুগুলোকে যথাসম্ভব কাছাকাছি রাখে।

এই বল দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক হওয়ায় খুব কম পরিসরে কাজ করে থাকে।

সর্বশেষ, হাইড্রোজেন বন্ড ও সংসক্তি বলের প্রভাবে বৃষ্টির ফোটার অনু গুলোর মধ্যকার দূরত্ব হ্রাস পায় এবং বৃষ্টির ফোটার পৃষ্টটান (তরল মাত্রই একটি ধর্ম রয়েছে যার ফলে তরল সর্বদা সংকোচিত হয়ে সর্বনিম্ন ক্ষেত্রফলে আসতে চায়।এই জন্য যে বল কাজ করে তাকে পৃষ্টটান (surface tension) বলে।)

বৈশিষ্ট্যের জন্য বৃষ্টির ফোটা সর্বনিম্ন ক্ষেত্রফলে আসতে চায়। যেহেতু বৃত্তাকার আকৃতিতে কোন কিছুর ক্ষেত্রফল সর্বনিম্ন হয় তাই বৃষ্টির ফোটা গোলাকার আকৃতি ধারণ করে।

Similar questions