India Languages, asked by Manmohan2082, 8 months ago

প্লাস্টিক ব্যবহার হওয়ার ফলে পরিবেশ দূষণ, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা

Answers

Answered by ramita33
46

Explanation:

রাম: কি রে,শ্যাম ভালো আছিস?

শ্যাম: হ্যাঁ,ভালো আছি।তুই কেমন আছিস আর কি করছিস এখন?

রাম: আমি এই স্কুলের প্রোজেক্ট করছিলাম।

শ্যাম: কি বিষয়ের প্রোজেক্ট?

রাম: আধুনিক সময়ে প্লাস্টিকের ব্যবহার।

শ্যাম: বাহ,EVS -এর গুরুত্বপূর্ণ বিষয়।

রাম: হ্যাঁ,তাছাড়াও এমনি সাধারণভাবেও আলোচনা করার ভালো বিষয়।

শ্যাম: হুম,প্লাস্টিক আমাদের সমাজে আশীর্বাদ এবং অভিশাপ দুটোই।

রাম: ঠিকই বলেছিস, একদিকে যেমন প্লাস্টিক বিভিন্ন রকমের জিনিস তৈরি করার গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঁচামাল , তেমনই প্লাস্টিক জৈব অবিশ্লেষ্য হওয়ায় পরিবেশ দূষণের অন্যতম কারণ।

শ্যাম: তাই আপনাদের দরকার প্লাস্টিকের পরিমিত ব্যবহার এবং প্লাস্টিকের জায়গায় অন্যান্য পরিবেশবান্ধব জৈব বিশ্লেষ্য কাঁচামাল নির্মিত জিনিসপত্রের ব্যবহার করা।

Similar questions