কি কি সম্পদ আমরা পাইরেটেড দেখে থাকি??
Answers
Answered by
0
Answer:
এই উপমহাদেশীয় হিসেবে তো বলতে পারি আমি আপনি আমরা সবাই পাইরেসির স্বর্গরাজ্যে বাস করছি। আমাদের কয়জনের কম্পিউটারে জেনুইন উইন্ডোজ থাকে? সবাই তো যে দোকানে পিসির হার্ডওয়ার কিনছি, সে দোকান থেকেই ফ্রিতে উইন্ডোজ পেয়ে যাচ্ছি যা পাইরেটেড। এরপর আরো বিভিন্ন সফটওয়্যার যেমন এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট অফিস সহ বেশিরভাগ সফটওয়্যারই পাইরেটেড। তারপর ধরুন গান, মুভির ক্ষেত্রে আমরা ক'জনে সাবস্ক্রিপশন নিয়ে মুভি বা গান ডাউনলোড করি? একই অবস্থা ইবুকের ক্ষেত্রেও। সবমিলিয়ে ইন্টেলেকচুয়াল প্রোপার্টির সবকিছুই আমরা ফ্রিতে নিয়ে অভ্যস্ত যা পাইরেসির অধীন।
Similar questions