India Languages, asked by debarimadeb, 6 months ago

ব্যাকরণ কাকে বলে? কোন ভাষার ব্যাকরণ গ্রন্থ পাঠ করলে কি হয় ?​

Answers

Answered by AnkitSaroj07
1

ব্যাকরণ কাকে বলে

"ব্যাকরণ" একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। কোন ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা সম্পর্কে জানা যায়। ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে। সুতরাং, ব্যাকরণকে ভাষার আইন বলা যায়।

Explanation:

Plzzzzz mark me as brainliast

Similar questions