কী আছে মোর তল্পিটায় দেখবি যদি জলদি আয় গল্পবুড়োর তল্পিতে কী কী দেখতে পাওয়া যাবে
Answers
Answered by
24
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
প্রশ্ন: "কী আছে মোর তল্পিটায় দেখবি যদি জলদি আয়।" গল্পবুড়োর তল্পিতে কী কী দেখতে পাওয়া যাবে?
উত্তর:
- গল্পবুড়ো শীতের ভোরে বেরিয়েছেন ছোটোদেরকে গল্প শোনাবে বলে।
- তাঁর ঝোলায় রয়েছে দৈত্য, দানব, যক্ষ, রাজপুত্র, পক্ষীরাজ, কড়ির পাহাড়, মানিক, হীরা, সোনার কাঠি, ময়নামতী, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী ইত্যাদি রূপকথার গল্প।
- আসলে ছোটো ছেলেমেয়েরা মজার মজার গল্প শুনতে খুব ভালোবাসে। আর যারা তাড়াতাড়ি আসতে পারবে না তাঁর কাছে, তিনি কোনোমতেই তাদেরকে গল্প শোনাবেন না।
Read more on Brainly.in
- গল্পবুড়াে কেন ছােটোদের ছুটে আসার ডাক দিয়েছেন? - https://brainly.in/question/19410474
Answered by
6
Explanation:
কী আছে মোর তল্পিটায় দেখবি যদি জলদি আয় গল্পবুড়োর তল্পিতে কী কী দেখতে পাওয়া যাবে
Similar questions