India Languages, asked by jit4095, 10 months ago

মূর্ধন্য ধ্বনি বলতে কী বােঝ?​

Answers

Answered by sara2449
42

Answer:

যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণকালে জিহ্বার ডগাটি উল্টিয়ে মূর্ধাটি স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয় সেগুলোকে মূর্ধন্য বা প্রতিবেষ্টিত ব্যঞ্জনধ্বনি বলা হয়।

যেমন ট,ঠ, ড ইত্যাদি

hope it helps...

please mark me as brainliest

Answered by Manjula29
0

ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

ব্যঞ্জনধ্বনিকে উচ্চারণ- স্থান এর দিক থেকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে মূর্ধন্য ধ্বনি একটি।

যেসব ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিভ মূর্ধা বা মুখের তালুর অগ্রভাগ কে স্পর্শ করে, সেই সব ধ্বনিকে মূর্ধন্যধ্বনি বলে।

ট, ঠ, ড্, ঢ় আর ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ। এদের উচ্চারণ করতে গেলে আমাদের জিভ মুখের তালু কে স্পর্শ করে থাকে।

Similar questions